Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকেশ্বরী মন্দির পেল প্রধানমন্ত্রীর উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকেশ্বরী মন্দিরের প্রায় ৬৫ বছরের পুরানো দেড় বিঘা জমির জটিলতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধান করে দিয়েছেন। দেড় বিঘা জমির মালিকানা পূজোর উপহার হিসেবে ঢাকেশ্বরী মন্দিরের কাছে হস্তান্তর করেন তিনি।

সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের কথা বলেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ঢাকেশ্বরী মন্দির কমিটির সভাপতি নির্মল চ্যাটার্জি বলেন, মন্দিরে ঢোকার বাম পাশের বস্তিটা, দোকানপাট। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, জমি-সংক্রান্ত যে ঝামেলা ছিল সেটার অবসান হলো। আমি সনাতন সম্প্রদায়কে এটা উপহার দিয়ে গেলাম।

 

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এটা দেবোত্তর সম্পত্তি, অন্যরা বলেছিল এটা তাদের নিজেদের। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৬০ বছরের একটা ঝামেলার অবসান হলো। আমরা বলবো পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করে, এই সম্পত্তি আমাদের উপহার দিয়েছেন।’

দখলের বিষয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, ‘আইনগত একটা প্রক্রিয়া আছে। যারা এতদিন মালিকানা দাবি করেছিল, তাদের দখলি কিছু রাইটসের ব্যাপার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের দোষ ছিল কিছু। সবকিছু মিলিয়ে আইনগত কিছু ব্যাপার আছে, সেগুলো শেষ করে আমরা এটা দখলে নেব।’

Bootstrap Image Preview