Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদির সাথে দুটি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১০:০৯ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১০:০৯ PM

bdmorning Image Preview
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব সফরের সময় প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার বিকালে রিয়াদের পথে রওনা হবেন শেখ হাসিনা।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় প্রতিরক্ষা ছাড়াও তথ্যপ্রযুক্তি বিষয়ে আরেকটি সমঝোতা স্মারকে সই হবে।

তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের একবারে শেষ ভাগে স্বাক্ষরিত হতে যাওয়া এই প্রতিরক্ষা সমঝোতার বিস্তারিত জানাননি পররাষ্ট্রমন্ত্রী।

স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পরই এ বিষয়ে জানা যাবে। এর আগে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সামরিক জোটে যুক্ত হয়েছিল বাংলাদেশ।

ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাসোগির অন্তর্ধান নিয়ে উত্তেজনার মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন শেখ হাসিনা।

গত ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাসোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে তার খোঁজ মিলছে না।

তুরস্কের দাবি, তাকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করার পর লাশ সরিয়ে ফেলা হয়েছে। রিয়াদ ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, কাজ শেষে খাসোগি কনস্যুলেট থেকে বেরিয় গিয়েছিলেন।

এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, খাসোগির অন্তর্ধানের বিষয়ে বাংলাদেশ নজর রাখছে, পাশাপাশি এই ঘটনা তদন্তে তুরস্ককে সঙ্গে নিয়ে কাজ করতে সৌদি আরবের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে।

মন্ত্রী বলেন, আমরা আশা করি, যৌথ তদন্তের মধ্যে দিয়ে সব জল্পনার অবসান হবে।

Bootstrap Image Preview