Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ইলিশসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, আটক ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:৪০ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:৪০ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ৭ জন জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ফরিদপুরের পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় র‌্যাব-৮ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটকৃত জেলেরা হলেন- ফরিদপুর সদরের মোহাম্মদ মাতুব্বরডাঙ্গী গ্রামের হাছেন বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (৫২) ও একই গ্রামের সিরাজ খাঁর ছেলে জামাল খাঁ (২০), কবিরপুর গ্রামের সোহরাব জমাদ্দারের ছেলে রুবেল জমাদ্দার (৩০), মোকছেদ পালের ছেলে মনি পাল (২৫), মাছেম মৃধার ছেলে সরোয়ার হোসেন(৫২), ডিক্রীরচর গ্রামের  মোহর উদ্দিনের ছেলে জয়নাল মন্ডল(৩২), হাজারবাগ গ্রামের ছমির খাঁর ছেলে লালন খাঁ (১৯)।

এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে ৬০ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Bootstrap Image Preview