Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেপালে তুষার ঝড়ে নিহত ৯ পর্বতারোহীর লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেপালের গুরজায় তুষার ঝড়ের কবলে পড়ে অন্তত  ৯ পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়া ও নেপালের নাগরিক। গুরজা পর্বতের একটি ক্যাম্পে ছিলেন তারা। উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে গিয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে পারেনি। তারা ক্যাম্পের ধ্বংসস্তুপের মধ্যে আটটি লাশ পড়ে থাকতে দেখেছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন রেকর্ডধারী পর্বতারোহী।

নেপালের মাউন্ট গুরজায় শুক্রবার ভয়াবহ তুষার ঝড়ের কারণে ৯ পর্বতারোহীর মৃত্যু হয়। গতকাল রবিবার তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

২৩৬০০ ফুট উঁচু মাউন্ট গুরজার বেইজ ক্যাম্পের কাছে ৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ৪ নেপালি গাইডের মরদেহ বিক্ষিপ্তভাবে পড়ে ছিল। তুষার ঝড়ে ক্যাম্প ধ্বংস হয়ে যাওয়ায় ওই পর্বতারোহীরা নিহত হন।

পরিস্থিতির উন্নতি ঘটায় রবিবার ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে নেপালের কাঠমান্ডুর পোখারা বিমানবন্দরে লাশগুলো নিয়ে আসা হয়। 

Bootstrap Image Preview