Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও শেষ হয়নি বলে ইসি সচিব হেলালদ্দিন আহমেদ জানিয়েছেন, সভায় কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর।

আজ(১৫ আক্টোবর) বিকালে রাজধানী আগারগাঁ নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন ইসি সচিব।এছাড়া আগামী ২৭ তারিখ ৯টি অঞ্চলে ইভিএম মেলা হবে বলে তিনি জানান।

এসময় তিনি জানান, সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না নির্বাচন কমিশন। এবছর প্রথম্বারের মত অনলাইনে মনোনয়ন দেওয়া যাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। একাদশ সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয়েছে।

সচিব হেলালদ্দিন আরো বলেন, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের আগে আটটি বিভাগীয় জেলা এবং পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিসহ মোট ১০টি জেলায় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার

এবার ভোট গ্রহণের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়ে ইসি সচিব আরো বলেন, এছাড়া অতিরিক্ত ৫ শতাংশ কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সেগুলো সিডি আকারে প্রতিটি আসনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইভিএম বাতিল চইভিএম বাতিল চাওয়াসহ সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল সেনা মোতায়েন এবং সরকারি দল আওয়ামী লীগ সেনা মোতায়েনের বিপক্ষে এবং ইভিএম রাখার কথা বলেছিলো, এখন নির্বাচন কমিশনও সেই সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কি ইসি সরকার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, এমন প্রশ্নে কোনো জবাব দেননি ইসি সচিব হেলালদ্দিন আহমেদ।

এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভা বর্জন নিয়ে তিনি বলেন, মাহবুব তালুকদার একটি বিষয় সভার এজেন্ডায় অর্ন্তভূক্ত করার দাবি জানিয়েছিলেন, কিন্তু বাকি তিন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার সে বিষয়ে একমত হননি। এজন্য তিনি সভা বর্জন করেছে।

Bootstrap Image Preview