Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে শারদীয় দুর্গোৎসবের ছুটি শুরু বুধবার

আহসান নাঈম, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু আগামী বুধবার।

দুর্গোৎব উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠনো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭, ২০ এবং ২১ অক্টোবর দুর্গাপূজার ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৮ ও ১৯ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২২ অক্টোবর সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে। তবে এবারের দুর্গোৎসবের ছুটিতে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান নিশ্চিত করেছেন।

এদিকে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক মো: শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা প্রেরণ করেছেন।

প্রেরিত বার্তায় ভাইস চ্যান্সেলর বলেন, সকল ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। সকল ধর্মই শান্তি ও মানব কল্যাণের কথা বলে। তিনি বলেন, ধর্ম যার-যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।   

 

Bootstrap Image Preview