Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৩২ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৩২ PM

bdmorning Image Preview


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে এক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

রবিবার (১৫ অক্টোবর) দিবাগত ভোররাত আনুমানিক ৪টায় ৮নং হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে সংঘবদ্ধ একটি ডাকাত দল তিন  নৈশপ্রহরীকে বেঁধে রেখে মুখে টেপ লাগিয়ে ৯টি দোকান ডাকাতি করে। পরবর্তীতে নৈশপ্রহরীরা হাতের বাধন খুলে চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়।

এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন পাহারাদার ওবায়দুল, আলতাফ হোসেন ও আবুল কালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

বাজার কমিটির সভাপতি হিমেল প্রামানিক জানান, বাজারে গভীর রাত পর্যন্ত কিছু সংখ্যক অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ করেছে অনেকে।

সব দোকানে ডাকাতি না করে নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানে তারা হানা দেয়ায় পূর্বের কোন ঘটনার জেরে পলিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন ওয়ার্ড সদস্য মোকছেদ আলী।

Bootstrap Image Preview