Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার বয়স নিয়ে চিন্তাই করি নাঃ ফজলে রাব্বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM

bdmorning Image Preview


৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়ে অনেকটা চাপে আছেন ফজলে রাব্বি।এই চাপ কোন পারফম্যান্স করার চাপ নয়,এই চাপ বয়সের।চারিদিক তাঁর বয়স নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।কিন্তু এই সব আলোচনা বা সমালোচনা কিছুই মাথাই নিচ্ছেন না এই বাঁ-হাতি অলরাউন্ডার।নিজের অসাধারণ ফিটনেস দেখিয়ে জয় করেছেন নির্বাচকদের মন।এখন শুধু ভালো পারফম্যান্সের অপেক্ষায়।

৩০ বছর বয়সে জাতীয় দলের খেলার প্রসঙ্গে রাব্বি বলেন,‘আসলে আমি আমার বয়স নিয়ে চিন্তাই করি না।আমি মনে করতেছি আমি যদি ফিট থাকি তাহলে এটা নিয়ে চিন্তা করছি না।ইনশাল্লাহ আমি ফিটনেস ধরে রাখতে পারবো।যারা একটু বয়স হয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে তো এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে খেলা ছেড়ে দিবেন বাঁ ছাড়তে চাচ্ছেন তাঁরা একটু চেষ্টা করলে হয়তো বাঁ সুযোগটা আসতে পারে’।

রাব্বির ফিটনেস দেখে নির্বাচকরা অবাক হয়েছেন। এই বয়সে জাতীয় দলের বাহিরে থেকে এই রকম ফিটনেস ধরে রাখা সত্যিই অনেক কষ্টের।কিন্তু সেই কাজটা করে দেখিয়েছে রাব্বি।তাই নিজের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন,এবারের প্রিমিয়ার লীগে ভাল হয়েছিল আমার। আমার মনে হয়েছে ফিটনেসটা যদি আরেকটু ভাল হত, তাহলে আমার রান ৭০০ থেকে ৮০০-৮৫০ রান হতে পারত। তখন আমার মাথায় আসছে, যে করেই হোক নিজের ফিটনেসের মানে উন্নতি করতে হবে। আমার সৌভাগ্য, তখন আমাকে বাংলাদেশ এ দলে ডাকা হয়েছিল। সেখানে দুই আড়াই মাসের মত একটা ফিটনেস ক্যাম্প হয়েছে। ওই ক্যাম্পটা আমাকে খুব কাজে দিয়েছে। আমি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। বয়স নিয়ে যেই কথা হচ্ছে, আমি আসলে এসব নিয়ে ভাবি না। আমি যদি ফিট থাকি ও আমার পারফর্মেন্স থাকে তাহলে বয়স কোন বিষয় না।

ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টাইগার একাদশে সাকিবের বিকল্প হিসাবে দেখা যেতে পারে এই বাঁ-হাতি অলরাউন্ডারকে।

Bootstrap Image Preview