Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে মানবাধিকার সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন এর চাঁদপুর জেলার মতলব উত্তর শাখার উদ্যোগে লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকার লুধুয়া হাহস্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় তিনি বলেন, মানবাধিকার সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ দেওয়া একটি বিরল ঘটনা। এ সংগঠনটি যে শিক্ষার্থীদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করছে তাই আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।

ইউএনও শারমিন আক্তার আরও বলেন, সকলে যদি এভাবে নিজ কর্মের পাশাপাশি সমাজকর্ম করেন, তাহলে সমাজ অনেক এগিয়ে যাবে। আজকে যে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন সংগঠনটি যেভাবে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখছে আমাদের সকলকেও যে যেভাবে পারি অবদান রাখতে হবে। কারণ শিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষিত তরুণ তরুণী দরকার। আজকের তরুণরাই আগামী দিনে দেশের হাল ধরবে। তিনি শিক্ষার্থীদের প্রতি অধিক যতœশীল হওয়ার জন্য উপস্থিত সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

অত্র মানবাধিকার সংগঠনের মতলব উত্তর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (চাঁন মিয়া) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সংগঠনের মতলব উত্তর শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা, সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, মো. মোজাম্মেল হক, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া জামান আসাদ, প্রধান শিক্ষক শিরিন আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের কো-চেয়ারম্যান মিলাদ বেপারি, ভাইস চেয়ারম্যান মুক্তার আহমেদ পাটোয়ারী, রোমান মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বাহার উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরমান তালুকদার, সদস্য মফিজ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী, মানবাধিকার কর্মী শাহ্ মো. জহিরসহ সদস্যবৃন্দ।

 

Bootstrap Image Preview