Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রোধে বিশেষ নজর রাখছি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রোধে বিশেষ নজরদারী রাখছে র‍্যাব। সেই সঙ্গে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এবং গুজব ও উস্কানীতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান -বনানীর ঐতিহ্যবাহী কালি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, নির্বাচনের প্রাক্কালে প্রতিদিনই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এটাকে বিশেষ কোনো সপ্তাহ বা দিনের মধ্যে আবদ্ধ না রেখে যেভাবে সারাবছর আমরা অভিযান পরিচালনা করি সেভাবেই চলবে। তবে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আমরা অতিমাত্রায় এ বিষয়টিতে নজর রাখছি।

তিনি বলেন, আমাদের এ প্রয়াস নির্বাচন পর্যন্ত জোরদার থাকবে। এ বিষয়টি আমরা বিশেষভাবে দেখছি।

তিনি আরও বলেন, দেশে কোনো ধরণের অপশক্তি যাতে কোনো প্রকার উষ্কানিমূলক তথ্য  সোসাল মিডিয়াতে  প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কিংবা আমাদের যে সামাজিক শৃঙ্খলা আছে সেটাকে ধ্বংস করার কোনো প্রয়াস গ্রহন করতে না পারে সেজন্য র্যাব ফোর্সেস সতর্ক রয়েছে।

এ সময় দেশবাসীকে অনুরোধ করে তিনি বলেন, কোথাও কোনো উস্কানিমূলক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করবেন এবং কেউ কোনো ধরণের মিথ্যা গুজব এবং উস্কানীমূলক প্রপাগান্ডাতে বিভ্রান্ত হবেন না। আমরা জানি একটা অপগোষ্ঠী আছে, যারা সবসময় আমাদের এ ধরণের ইভেন্ট গুলোকে নষ্ট করার অপ্রয়াস গ্রহন করে এবং চেষ্টা করে। তাদেরকে আমরা আপনাদের সহযোগীতায় দমন করে আসছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শান্তি প্রিয় মানুষের মাঝে এরা কখনও শিকড় গেড়ে বসতে পারবে না।

তিনি সবাইকে আস্থার সঙ্গে নিরাপত্তা বোধ নিয়ে উৎসব পালনের আহ্বান জানান।

Bootstrap Image Preview