Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউএসএ'তে ১৫ বছর পূর্তি ও সাউথ এশিয়া ফেস্টিভাল অনুষ্ঠিত

শাওন আহাম্মেদ বাপ্পি , ইউএসএ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM

bdmorning Image Preview


অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে "ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া"র বনানী ক্যাম্পাসে ৪দিনব্যাপী পালিত হলো ১৫ বছর পূর্তি ও সাউথ এশিয়া ফেস্টিভাল-২০১৮। 

গত ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাস ছিল খুবই উৎসব মুখর এবং রঙিন সাজে সজ্জিত করা হয়েছিল পুরো ক্যাম্পাস।

গত ৯অক্টোবর সকাল ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডঃ ওয়াদুদ মন্ডল।

উদ্বোধনের পর পরই শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ র‍্যালিতে বেরিয়ে পরেন। তারপর বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাম্পাস ও তার আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওয়াল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।  

১০ অক্টোবর অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল ১০ ঘটিকায় মাদক ও ধূমপান বিরোধী মানববন্ধন ও প্রফেসর ডঃ এম এ মতিন মেমোরিয়াল অডিটোরিয়ামে এ সম্পর্কিত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের তৃতীয় দিন ১১অক্টোবর সকাল ১১ঘটিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১২অক্টোবর অনুষ্ঠানের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব চিন্তা ধারা ও প্রযুক্তি সম্পর্কিত স্টল উপস্থাপন করেন। সারাদিনব্যাপী চলতে থাকে রক্ত দান কর্মসূচি।

সকালে অনুষ্ঠিত হয় নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ। তারপর মধ্যাহ্নভোজ শেষে প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলার আয়োজন করা হয়। বিকাল ৪ ঘটিকা থেকে শুরু হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পরিবেশনায় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Bootstrap Image Preview