Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ নভেম্বর এসিসির প্রেসিডেন্টের দ্বায়িত্ব নিচ্ছেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৩৯ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসাবে নির্বাচীত হয়েছেন বিসিবি সভাপ্রতি নাজমূল হাসান পাপন। আগামী ১৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় সভায় বর্তমান প্রেসিডেন্ট পাকিস্তানের এহসান মানি কাছ থেকেই দায়িত্ব বুঝে নেবেন তিনি।

মূলত দক্ষিণ এশিয়ার ক্রিকেটের শীর্ষ চার দেশ যথাক্রমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে চক্রাক্রমিক ভাবে এসিসির প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচীত হয়ে আসেন। সেই হিসেবে নাজমুল হাসান পাপন পরবর্তী দুই বছরের জন্য এসিসির প্রেসিডেন্ট হলেন।

এর আগেও বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি বা শীর্ষ কর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দুই সাবেক সভাপতি আলী আসগর লবি(২০০২-২০০৪) এবং আ হ ম মোস্তফা কামালও(২০১০-২০১২) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

১৯৮৩ সালে এসিসি গঠিত হয়।এসিসি প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন করে এশিয়া কাপ ক্রিকেট। এখন পর্যন্ত মোট ১৪বার এশিয়া কাপ আয়োজন করা করেছে তারা।

Bootstrap Image Preview