Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দলের ভাবমূর্তি নষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


ঈশ্বরদী প্রতিনিধিঃ

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক। কিন্তু যারা অনিয়মতান্ত্রিকভাবে শো-ডাউন করে, অন্যজনের কুৎসা রটায়, কাঁদা ছোড়া ছুড়ি করে, দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৪ অক্টোবর) দুপুরে ভূমিমন্ত্রীর ঈশ্বরদী শের শাহ রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, মনোনয়ন দেওয়ার এখতিয়ার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কাউন্সিলের। দলনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নমিনেশন বোর্ডের মাধ্যমেই মনোনয়ন প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে পরিচ্ছন্ন নির্বাচন হবে। স্বাধীন নির্বাচন কমিশন এর দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ নির্বাচন তারা পরিচালনা করবেন। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন স্বাধীনতার পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যেন হয় সকলকেই সে দিকটি বিবেচনা করা উচিত। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অগ্রগতির যে কর্মযজ্  চলছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে মন্ত্রী সকলের সহযোগিতা চান।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবায়ন করার যে উদ্যোগসমূহ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, তার জন্য সারা বিশ্ব দরবারে শেখ হাসিনাকে একজন মহীয়ান নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, কৃষক-শ্রমিক, তাঁতী, মজুর, গৃহহীন, স্বল্প আয়ের মানুষের সার্বিক উন্নতি হয়েছে। শেখ হাসিনার ভালোবাসা, মমতা দিয়ে তার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা পেয়েছি, কয়দিন আগে ১৪ বছর আগের গ্রেনেড হামলার বিচার আমরা পেয়েছি। পাকিস্তান থেকে আমদানিকৃত আর্জেস গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জনকে আমরা হারিয়েছি। এ হত্যাকাণ্ডে ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক জিয়া, হারিছসহ ১৭ জনেরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দ্রুত এ বিচার কার্যকরের অপেক্ষায় আমরা আছি।

Bootstrap Image Preview