Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ.লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার: ত্রাণমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই হবে। নির্বাচন নিয়ে কোন মাথা ব্যথা নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

রবিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় আনন্দ উৎযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার। শেখ হাসিনা উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না। তাই আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়া, তা বাস্তবায়ন হবে।

ত্রাণমন্ত্রী মায়া বলেন, চাঁদপুর-২ আসন মতলবকে আমি সিঙ্গাপুরের ন্যায় তৈরি করতে চাই। মতলবের মানুষ চাকরি করতে আর ঢাকায় যেতে হবে না। মতলবে অর্থনৈতিক জোন হচ্ছে, হাইটেক পার্ক হচ্ছে। এ সব বড় বড় প্রতিষ্ঠানগুলো হয়ে গেলে মতলবে আর বেকার থাকবে না।

তিনি আরও বলেন, মতলবের জনগণ আমাকে আরেকবার সুযোগ দিলে মতলবের সামান্য কিছু কাজ বাকী আছে সেগুলো করে ফেলবো। তিনি মতলব তথা সারা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই ছেঙ্গারচর কলেজটি এক সময় টিনের ভবন ছিল। তারপর ডিগ্রি কলেজ, এখন সরকারি ডিগ্রি কলেজ হয়েছে। তোমাদের আরো যা যা লাগে সব কিছুই দেব। কিন্তু ভাল করে লেখাপড়া করে জাতিকে সেবার অঙ্গীকার দিতে হবে। বর্তমান সরকার শিক্ষার সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা চায় প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে সৃষ্টি হোক। তাই মন দিয়ে পড়ালেখা করে উন্নত ও ডিজিটাল দেশ গঠনের জন্য এখনি নিজেকে তৈরি কর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার। প্রভাষক আহসান উল্লাহ এবং কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. রুহুল আমিন, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু, অধ্যাপক ড. আবু জাফর খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ হাসান মো. ইয়াছিন, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।

এর আগে কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন ফিতা কেটে উদ্বোধন করেন ও মায়া চৌধুরী স্মৃতিফলক উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview