Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে জয়লাভে জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


আগামী নির্বাচনে জয়ী হতে হলে ছাত্রলীগ নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসিসি) অনুষ্ঠিত মতবিনিময় এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শোভন বলেন, ‘এদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কিনা সেটা আগামী নির্বাচনে নির্ধারিত হবে। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে এদেশ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতানাকে শেষ করতে চেয়েছিল। ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় তিনি (শোভন) ‘শিক্ষা ও পাঠচক্র কার্যক্রম’র উদ্ধোধন করেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের  বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন।

রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের দায়িত্ব অনেক। ছাত্রলীগের অন্যান্য ইউনিট থেকে রাবি ও রুয়েট ছাত্রলীগের প্রতি আমাদের আশা ভরসা অনেক বেশি। আপনারা মেধাবী, তরুণ। আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন আপনারই।  রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্থানে আপনারাই কাজ করবেন।’

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইম রহমান নিবিড়, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু।

Bootstrap Image Preview