Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে পূজা উদযাপনের জন্য চেক বিতরণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উদযাপনের জন্য ৪ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ অক্টোবর) সকালে জেলা পরিষদে চেয়ারম্যান কক্ষে এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, জুয়েল বম, মোস্তফা কামাল, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, থোয়াই হ্লা মং মারমা, সিংইয়ং ম্রোসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা ।

পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার হাত থেকে স্ব স্ব পূজা মন্ডপের চেক গ্রহণ করেন। এবার ৭ উপজেলায় ২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তার মধ্যে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে প্রতিবারের ন্যায় এবারও বান্দরবান রাজার মাঠে বিশাল আয়োজনে সর্ববৃহৎ পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে।  

Bootstrap Image Preview