Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধরা পড়লো পালিয়ে যাওয়া সেই ওয়াজেদুল

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৪ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


হাতে হ্যান্ডকাপ, ইজিবাইকে করে পুলিশি হেফাজতে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিলো ওয়াজেদুলকে। এসময় প্রকৃতির ডাকে সাঁড়া দেবার কথা বলে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যায় সে। পরে স্থানীয়দের সহায়তায় ৩ ঘণ্টা পর তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি রংপুর সদর উপজেলার।

আজ শনিবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ডালিয়া ব্রিজ নামক এলাকা থেকে পালিয়ে যায় ওয়াজেদুল ইসলাম (৪২) নামে মাদক মামলার ঐ আসামি। পরে সন্ধ্যা ৬টার দিকে মোমিনপুরের একটি আখক্ষেত থেকে তাকে আটক করা হয়।

ওয়াজেদুল ইসলামের বাড়ি বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের রামনাথপুর দোলাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওয়াজেদুল ইসলামকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে ইজিবাইকে করে দুই পুলিশ সদস্য তাকে রংপুর আদালতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলার মোমিনপুর ইউনিয়নের বদরগঞ্জ-রংপুর সড়কের ডালিয়া ব্রিজ নামক এলাকায় পৌঁছে প্রকৃতির ডাকে সাঁড়া দেবার কথা বলে ইজিবাইক থেকে নেমে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যায় ওয়াজেদুল।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে মোমিনপুরের একটি আখক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরতে সক্ষম হয়।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ওয়াজেদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দুপুরে আদালতে নিয়ে যাবার সময় তিনি পালিয়েছিলেন। পরে তাকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।

Bootstrap Image Preview