Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview


বান্দরবানে এক পরিবারকে সমূলে নিশ্চিন্ন করতে বাড়িতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ।

কালাঘাটা বাজার এলাকায় শনিবার (১৩ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। সন্দেহজনক হিসেবে আবু তাহের নামে একজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কালাঘাটা নিবাসী নাজিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। তারা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন কে বা কারা দরজা ও পাশের বিদ্যুতের মিটারে আগুন লাগিয়ে দেয়। ভোরে ঘুম ভেঙ্গে যাওয়ার পর তার স্ত্রী রহিমা বেগম দেখেন দরজা ও বাসার মিটারের পাশে পোস্টার পোড়া যাওয়ার চিহ্ন। তখন তিনি আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি অবহিত করেন।

রহিমা বেগম জানান, ঘুম থেকে উঠে তিনি দরজা খুলে বাহিরে যান। তখনো তিনি জানতেন না যে তার বাসায় কে বা কারা আগুন দিয়েছিল। বাহির থেকে ঘরে ঢুকতে গিয়ে দেখে কাপড়ের পোড়া অংশ মাটিতে পড়ে আছে। কেরোসিনের গন্ধ নাকে আসার পর তিনি তার স্বামী নাজিমকে ঘুম ডেকে তোলেন এবং আশেপাশের লোকজনকে জড়ো করেন।

তিনি আরও জানান, প্রতিপক্ষরা জানেন যে তাদের বাড়িতে ১টি মাত্র দরজা। তাই পরিবারের সকলকে ঘুমের মধ্যে হত্যা করতে হলে দরজা ও তার পাশে আগুন লাগাতে হবে। সে ধরনের পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষ দরজার পর্দায় ও বিদ্যুতের মিটারে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। রাতভর বৃষ্টি এবং আল্লাহর রহমত থাকায় প্রতিপক্ষের দেওয়া আগুন পুরো ঘরে ছড়ায়নি। ফলে তারা স্বপরিবারে বেঁচে আছেন।

এঘটনায় তিনি প্রতিপক্ষ আবু তাহের পরিবার ও তাদের আত্মীয় স্বজনদের দোষারোপ করেছেন। সেই সাথে এ ধরনের নেক্কার জনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ ওসমান জানান, নাজিমের ঘরে আগুন ধরে উঠলে তার বাড়িসহ আশেপাশের আরো অনেকের বাড়ি পুড়ে যেত। এ ঘটনাটি যারা ঘটাতে চেয়েছে তারা অমানুষের কাজ করেছে। তিনি দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। 

নাজিম উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন দলেবলে শক্তিশালী। জমি নিয়ে আবু তাহেরের সাথে বিরোধ রয়েছে। জমির বিরোধ নিয়ে আমার পরিবারের সকলকে হত্যার ষড়যন্ত্র অমানবিক। তাই আবু তাহেরকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। অন্য স্থানে ডিউটি থাকায় ঘটনাস্থল সরেজমিন গিয়ে তদন্ত করা সম্ভব হয় নি। তবে যে কোন সময় তদন্ত করতে যাবেন বলে জানান এই কর্মকর্তা।
 

Bootstrap Image Preview