Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিম উপনির্বাচনে জয়ী

ওয়াহিদ সোহান, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


মালয়েশিয়া ক্ষমতাসীন জোটের নেতা পাকাতান হারাফানের প্রতিষ্ঠাতা আনোয়ার ইব্রাহিম উপনির্বাচনে ৩১,০১৬ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন।

আজ শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে পর্যটন নগরী উপকূলীয় আসন পোর্ট ডিকসন থেকে ২৩,৫৬০ ভোটে সংখ্যাগরিষ্ঠ হয়ে নির্বাচনে জয়ী হয়েছে। রিটার্নিং কর্মকর্তা খয়েরি মামুর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ভোটবাক্স নিয়ে যাচ্ছেন এক কর্মকর্তা

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজরি পেয়েছেন ৭৪৫৬ ভোট, আর ঈসা ৪২৩০ ভোট পেয়েছেন। মোহাম্মদ সাইফুলকে ৮২ ভোট, চান ৩৩৭, কান ১৫৪ পেয়েছেন এবং লাউ পেয়েছেন ২৪।

মালয়েশিয়া ১৪তম জাতীয় নির্বাচনে পোর্ট ডিকসন থেকে নির্বাচিত এমপি দাতুক দানিয়াল পদত্যাগ করে আনোয়ার ইব্রাহিমকে উপনির্বাচন করার সুজুক করে দেন।   

কারাগার থেকে মুক্ত হওয়ার পর সমর্থকদের মাঝে আনোয়ার ইব্রাহিম

গত মে মাসের একাদশ নির্বাচনে পাকাতান হারাপান জোট ক্ষমতায় আসে। এতে ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বারিসন নাসিওনাল জোট ক্ষমতাচ্যুত হয়। এক সময় বারিসন নাসিওনাল জোটের প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। ক্ষমতাসীন জোটের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিরোধীদলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনে তার প্রতিশ্রুতি ছিল, এক সময় তার সরকারের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করা এবং প্রধাধমন্ত্রীর আসনে বসানো। প্রতিশ্রুতি অনুযায়ী সেদিকেই এগিয়ে যাচ্ছে মাহাথির মোহাম্মদ।
তবে ভোটারদের ভোটের হার ছিল ৮২ দশমিক ৮ শতাংশ।

Bootstrap Image Preview