Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview


'কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের র্পূব প্রস্ততি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিস্থিউপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফবেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নগেন কুমারপাল, হরিপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈইদুর রহমান, জেলা পরিষদের সদস্য ও হরিপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়।

Bootstrap Image Preview