Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বিকালে জেলা শ্রমিক লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হুদা বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ইউছুফ পাটওয়ারী।

বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যে শ্রমিক লীগের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের ফাঁসির দণ্ড দাবি করেন তারা।

সভা শেষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেক কেটে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Bootstrap Image Preview