Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে দুর্যোগ প্রশমন দিবসে গণস্বাক্ষর কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:৫৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বর্ণ্যাঢ্য র‌্যালির উদ্বোধনসহ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরের আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর জলবায়ু পরিষদের সদস্য সচিব ও সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সেলিম খাঁন, শ্যামনগর জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফারুক হোসাইন সাগর, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

অন্যদিকে, শ্যামনগর জলবায়ু পরিষদের আয়োজনে 'জলবায়ু অর্থায়নে স্বচ্ছ পরিকল্পনা চাই' শীর্ষক গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দারসহ অন্যান্যরা গণস্বাক্ষর করেন।

পরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জলবায়ু পরিষদ শ্যামনগরের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে জলবায়ু পরিবর্থনের প্রভাবসহ অন্যান্য বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে জলবায়ু পরিষদ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য সচিব আশেক ই এলাহী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, জাসদ শ্যামনগরের সভাপতি শেখ হারুনর রশিদ, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক আবু সাইদ, সুপর্ণা কর্মকার, রফিকুল ইসলাম, নয়ন সরকার প্রমুখ।

Bootstrap Image Preview