Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ী-২ আসনে টিপুর মনোনয়নের দাবীতে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবীতে মানববন্ধন করেছে ঢাকাস্থ রাজবাড়িবাসী।

আজ শনিবার সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ রাজবাড়ী জেলার সকল শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।

১/১১ এর দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। বর্তমান তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিত মুখ তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জনপ্রিয় মুখ হিসেবে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবী করেন মানব বন্ধনে অংশগ্রহণকারীরা। মানব বন্ধন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু বাস্তবায়নের দাবীও জানানো হয়।

বক্তারা বলেন, তরুণ নেতা হিসেবে শেখ সোহেল রানা টিপু এলাকায় ব্যাপক জনপ্রিয়। স্বচ্ছ ইমেজ, আওয়ামী লীগের দুঃসময়ের সৈনিক হিসেব তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজবাড়ী-২ আসনে তার বিকল্প নেই।

মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজবাড়ী-২ আসনের উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানা।

Bootstrap Image Preview