Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘তিতলি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘূর্ণিঝড় ‘তিতলি’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারী বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে হতে বাংলাদেশের স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এমনকি ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ৫৮ মিলিমিটার।

হ্যারিকেনের শক্তি নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘তিতলি’। প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, মারা গেছে ৮ জন।

বৃহস্পতিবার সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের উড়িষ্যা এবং কাছাকাছি উপকূলীয় এলাকায় অবস্থারত ঘূর্ণিঝড় ‘তিতলি’ সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

ভারতের আবহাওয়া অধিদফতর দুপুরে জানিয়েছে, ‘তিতলি’ দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরও দুর্বল হয়েছে আগামী ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে।

Bootstrap Image Preview