Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে জানসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্ববান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
রাঙ্গামাটি


রাঙ্গামাটি শহরে মাইকিং করে জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্ববান করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। কারণ হিসেবে রয়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাব। ‘তিতলি’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে পাহাড় ধ্বসের আশঙ্কাও করা হচ্ছে। তাই জনসাধারণকে নিরাপদ স্থানে আনার জন্যে এই পদক্ষেপ।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই শহরে মাইকিং করে পাহাড়ের পাদদেশে এবং ঢালু স্থানে যে সকল মানুষ বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ফলে তারা সেখানেও আশ্রয় নিতে পারেন। এছাড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সভার আহ্বান করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) উত্তম কুমার দাশের নেতৃত্বে একটি দল রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা, মুসলিমপাড়া, সনাতনপাড়া, নতুন পাড়াসহ বেশকিছু এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদে সরে যাওয়ার জন্যে অথবা প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রে যাওয়া জন্য এলাকাবাসীকে পরামর্শ দেন।

Bootstrap Image Preview