Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাগেরহাটে অপহরণের ১১ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলেও স্কুলে আর যাওয়া হয়নি। পথেই তার গতিরোধ করে ধরে নিয়ে যায় ফরাজী ও তার সহকারীরা। এরপর তাকে ঢাকায় নিয়ে আটকে রাখা হয় দীর্ঘ ১১ টি দিন। বলা হচ্ছে বাগেরহাটের শরণখোলায় অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্রীর কথা। অপহরণের ১১ দিন অতিবাহিত হবার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ঐ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের মূল আসামি রনিকে (১৯) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উত্তর রাজাপুরের বাড়ি থেকে ওই ছাত্রী রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের সুলতান ফরাজীর ছেলে রনি ফরাজীর নেতৃত্বে ছয় অপহরণকারী তাকে অপহরণ করে। এ বিষয়ে ভুক্তভোগী ঐ ছাত্রীর পরিবার ছয়জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পরবর্তীতে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অপহরণকরী রনি ও ভিকটিমকে উদ্ধার করে।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় রনিসহ ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

মূল আসামি রনিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview