Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে মানবাধিকার সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৯:১৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৯:১৭ PM

bdmorning Image Preview


ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় কো-চেয়ারম্যান মো. মিলাদ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অত্র শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু।

সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম-সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।

সভায় আগামী ১৫ অক্টোবর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এবং সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সরকারকে ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়ার উপস্থিত সকল নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সবশেষে আগামী ১৫ অক্টোবর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান চেয়ারম্যান ইসমাইল খান টিটু।

 

Bootstrap Image Preview