Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, জুন ২০১৯ | ৩ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

৫০০ চালককে হেলমেট দিলেন পলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীদের করা আন্দোলন সার্থকতা লাভ করেছে। সরকার এ বিষয়টি আমলে নিয়ে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন- এমনই বর্ণনা দিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ শতাধিক চালকের হাতে হেলমেট তুলে দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে আলোচনা সভাটির আয়োজন করা হয়। বক্তব্যে শেষে ব্যক্তিগত উদ্যোগে চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সভায় পলক বলেন, সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে নিরাপদ সড়ক আইন সংসদে পাস হয়েছে। ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে সরকার। নিরাপদ সড়কের জন্য মালিক-শ্রমিক ও পথচারীদের নিজ নিজ ক্ষেত্রে সচেতন হতে হবে। দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না।

সিংড়া প্রেস ক্লাব ও নিসচার সাবেক সভাপতি মো. এমরান আলী রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই- এর চেয়্যারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন একবার, মরণও একবার। জীবনের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সিংড়ায় পলকের উদ্যোগে ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে। কাজেই পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। স্কুল-কলেজে প্রচারণা চালিয়েছি। মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তায় হেলমেট বিতরণ করেছি। কারণ আমরা সবাই নিরাপদ সড়ক চাই।

সভায় আরও বক্তব্য রাখেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, নিসচার জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নিসচার উপজেলা শাখার সভাপতি প্রভাষক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব প্রমুখ।

Bootstrap Image Preview