Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে খুনিরা বুঝতে পেড়েছে এদেশে অন্যায় করলে তার বিচার হয়।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অসুস্থ নির্মাণ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তৎকালীন বিরোধীদলীয় নেতা, বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলার সকল প্রক্রিয়া ঘটানো হবে অথচ এটার বিচার হবে না- বিএনপি এটাই আশা করেছিল। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি। এদেশে কেউ অন্যায় করে আর ছাড় পাবে না, রায়ে এটাই প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠানে অসুস্থ শ্রমিক ফরিদ হাওলাদারকে ৩০ হাজার টাকা, সানাউল্লাহকে ১ লাখ টাকা, রেহানা বেগমকে ২৫ হাজার টাকা, হোসনেয়ারাকে ৫০ হাজার টাকা, হারুন হাওলাদারকে ৭০ হাজার টাকা, খলিলুর রহমানকে ৩৫ হাজার টাকা, মো. নাসিরকে ৫০ হাজার টাকা, বিল্লাল হোসেনকে ৩৫ হাজার টাকাসহ ১৭ জন পঙ্গু ও অসুস্থ শ্রমিককে মোট ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম, ভরসা হাউজিং এর চেয়ারম্যান মো. সাহেব আলী, বরগুনা জেলার আমতলী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার হোসেন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর দীপু।

Bootstrap Image Preview