Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৮৭টি দুর্গাপূজা মন্ডপে চাল ও নগদ অর্থ বিতরণ

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:১৩ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:১৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮৭টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৪৩ হাজার ৫০০ কেজি সরকারি চাউল বিতরণ করা হয়েছে। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এই চাল বিতরণ করেন, হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির।

এসময় এমপি আবু জাহির তার ব্যক্তিগত তহবিল থেকে ৮৭টি মন্ডপে আরো ৫ হাজার করে মোট ৪ লাখ ৩৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের পরিচালনায় চাল এবং অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার অসম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষই নির্বিঙ্গে ধর্মীয় উৎসব পালনের সুযোগ পায়। 

এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। 

Bootstrap Image Preview