Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (এলজিইডি) আফজাল হোসেন (৫৯)। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের উচিতপুর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত অতিরিক্ত প্রধান প্রকৌশলী নওগাঁ জেলার রানীনগর উপজেলার রাতোয়া গ্রামের মৃত আহম্মেদ হোসেনের ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে রংপুর জেলার পলাশবাড়ী উপজেলা সদরে বসবাস করতেন। তার ২ স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ফুলবাড়ী থাানার ওসি শেখ নাসিম হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকৌশলী আফজাল হোসেন তার অফিসের ব্যবহৃত (ঢাকা মেট্র-ঘ-১৫-১৮৪০) জিপ গাড়িযোগে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে উচিতপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে, প্রকৌশলীকে বহনকারী জিপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এই ঘটনায় জিপটি দুমড়ে-মুছড়ে গিয়ে জিপের ভিতরে থাকা প্রকৌশলী আবজাল হোসেন ও জিপটির চালক হাফিজুর রহমান চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মীরা প্রকৌশলী আফজাল হোসেন ও জিপটির চালককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম প্রকৌশলী আফজাল হোসেনকে মৃত্যু বলে ঘোষণা করেন।  

জিপটির চালক হাফিজুর রহমান গুরুতর আহত হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

দিনাজপুর অঞ্চল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক সরকার বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি এই সড়ক দুর্ঘটনার স্বীকার হন।

 

Bootstrap Image Preview