Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুব অলিম্পিক হকিতে বাংলাদেশের বড় জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


যুব অলিম্পিকে হ্যাটট্রিক হারের পর জয়ের মুখ দেখলো বাংলাদেশ হকি দল।বুধবার রাতে এ প্রতিযোগিতার হকি ইভেন্টে লাল-সবুজের যুবারা ৫-২ গোলে হারিয়েছে কানাডাকে। 

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ‘বি’ পুলের চতুর্থ ম্যাচের শুরতেই গোলের দেখা যায় বাংলাদেশ।ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় কানাডার অধিনায়ক রোয়ান চাইল্ডস দলকে ১-০ গোলের লিড এনে দেয়। কিন্তু ম্যাচের অষ্টম মিনিটে বাংলাদেশ দলকে সমতা এনে দেন শফিউল আলম। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতী থেকে ফিরেই খোলস থেকে কের হয়ে আসে বাংলাদেশ। এ অর্ধে প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়ে আনন্দে মাতেন হাসান মোহাম্মদ-সাইফুল আলমরা। ম্যাচের ১২তম মিনিটে হাসান মোহাম্মদ, ১৩তম মিনিটে সোহানুর সবুজের গোলে ৩-১ গোলের লিড নেয় বাংলাদেশ।

ম্যাচের ১৬তম মিনিটে নিজের দ্বিতীয় আর দলের হয়ে ৪-১ গোলের লিড এনে দেন শফিউল। বাংলাদেশ দলের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করে অধিনায়ক আরশাদ। শেষ দিকে কানাডার হয়ে একটি গোল শোধ করেন গঙ্গা সিং।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১০ গোলে হারে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ৩-৪ ব্যবধানের হার হজম করতে হয়। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়া বাংলাদেশকে ৩-০ গোলে হারায়।

বৃহস্পতিবার ‘বি’ পুলের পঞ্চম ও শেষ ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Bootstrap Image Preview