Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৭ নভেম্বর পবিত্র আখেরী চাহার শোম্বা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:২৪ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আজ বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া না যাওয়ায় আগামী ১২ অক্টোবর শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। এর প্রেক্ষিতে আগামী ৭ নভেম্বর ২০১৮ খ্রি. বুধবার পবিত্র আখেরী চাহার শোম্বা উদযাপিত হবে।

বুধবার(১০ আক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান। এতে জানানো হয় আগামীকাল ১১ অক্টোবর বৃস্পতিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, অদ্য ২৯ মুহাররম ১৪৪০ হিজরি, ২৫ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১০ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি।

উল্লেখ্য, আখেরী চাহার শোম্বা হলো ইসলাম ধর্মাবলম্বীদের পালিত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্মারক দিবস। কিছু নির্দিষ্ট বিধি-বিধানের আলোকে 'আখেরি চাহার শোম্বা' পালন করা হয়; যদিও ধর্ম-তত্ত্ববিদগণের মধ্যে এই দিবসটি পালন করা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে।দিবসটি মূলতঃ ‘শুকরিয়া দিবস’ হিসাবে পালিত হয়; যাতে সাধারণতঃ গোসল করে দু’রাকাত শোকরানা-নফল নামাজ আদায় শেষে রোগ থেকে মুক্তির দোয়া ও দান-খয়রাত করা হয়।এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ রাখার পাশাপাশি অফিস-আদালতে ঐচ্ছিকভাবে ছুটির দিন হিসাবে বিবেচনা করা হয়।

এমতাবস্থায়, আগামীকাল ২৬ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১১ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১২ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী ২৮ সফর ১৪৪০ হিজরি, ২৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, ৭ নভেম্বর ২০১৮ খ্রি. বুধবার পবিত্র আখেরী চাহার শোম্বা উদযাপিত হবে।

সভায় ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আব্দুল্লাহ ইউসুফ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview