Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শহর ও গ্রামের তফাৎ ঘুচাতে কাজ করছে আ'লীগ: পররাষ্ট্র মন্ত্রী

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


শহর ও গ্রামের তফাৎ ঘুচাতে কাজ করছে আওয়ামী লীগ বলে জানান, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বটতলী ব্রীজ প্লান হইতে হাজীরহাট হইতে মানিকগঞ্জ রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রামের মানুষের জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিরলস পরিশ্রম করছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অফিসার ইনচার্জ আ:মতিন প্রধানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ নেতৃবৃন্দ এবং কয়েকশত শিক্ষার্থী ও এলাকাবাসী।

উল্লেখ্য, এর আগে পররাষ্ট্র মন্ত্রী রাণীরবন্দর থেকে পাকেরহাট হয়ল চৌরঙ্গী আঞ্চলিক মহাসড়কের কাজের সূচনা করেন।

Bootstrap Image Preview