Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাঠ সংস্কারের দাবিতে সাঘাটায় বিক্ষোভ মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১০:০১ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১০:০১ PM

bdmorning Image Preview


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

'খেলা খেলা খেলা চাই, মাদক ছেড়ে খেলতে চাই' স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেছে বিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসী।

মঙ্গলবার ( ৯ অক্টোবর ) বিকাল ৫টার দিকে বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উল্ল্যাবাজার গোলচত্তরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভা করে অত্র বিদ্যালয়ের ছাত্র ও এলাকাবসী

প্রতিবাদ সভায় ছাত্র ও এলাকাবসীর পক্ষে বক্তব্যে ক্যারিয়ার ডেভলোপমেন্টের সভাপতি নিজাম উদ্দিন লিটু বলেন, এই ঐতিহ্যবাহী ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে আগে মাহাবুবুর রহমান, গোপাল সাহা, এসকেএস গোল কাপের মতো বড় বড় টুর্নামেন্টের অয়োজন হতো এবং ব্যাপক জনসমগম হতো। কিন্তুু কালেন বির্বতনে বিদ্যালয় কমিটি ও কর্তৃপক্ষের উদাসিনতায় মাঠটি আজ খেলার অনুপযোগী হয়েছে।

তিনি আরো বলেন, গত বছর গাইবান্ধা-সাঘাটা সড়ক সংস্কারের জন্য মাঠটিকে ব্যবহারের জন্য বেছে নেয়া হয় এবং মাঠটি সংস্কার করে দেয়ার কথা বলা হলেও রাস্তার কাজ শেষে তা আর সংস্কার না করে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। পরে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষকে এলকাবাসীর পক্ষে থেকে নোটিশ পাঠানো হলে তা কর্ণপাত বা সংস্কার করেনি বর্তমানেও সাব রেজিট্রার ভবন র্নিমাণের জন্য মাঠের এক অংশ ব্যবহার হচ্ছে।

এ সময় অরো বক্তব্যে ফুলছড়ি ডিগ্রি কলেজের প্রভাক্ষক আবুল হাসনাত সমীবাড়ী বলেন, বর্তমান মাঠটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সংস্কার করা লাগবেই। মাঠটি সংস্কার না করার ফলে প্রতিনিয়ত ছত্র ও শিশু কিশোরদের খেলাধুলা করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, খেলাধুলা না কতে পেরে কিশোর ও যুব সমাজ নেশা দিকে ঝুকে পড়ছে।

তিনি আরো বলেন, এ মাসের মধ্যে সংস্কার উদ্যোগ নিয়ে আবারো নোটিশ পাঠানো হবে ঠিকাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। যদি সংস্কার উদ্দেগ্য না নেয়া হলে এলাকাবাসী ও ছাত্রদের পক্ষ থেকে কঠোর থেকে কঠোর অন্দোলন করা হবে।

Bootstrap Image Preview