Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিস লাইনের ব্যবসা নিয়ে দুই পাড়ায় সংঘর্ষ, আহত ২০

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ক্যাবলস্ লাইন (ডিস) ব্যবসাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কমপক্ষে ২০ জন এ সংঘর্ষে আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজাবাড়ী ও ভাবলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লার ছোট ভাই রাজাবাড়ী গ্রামের আজম মোল্লা ও মামুন মোল্লা সঙ্গে ভাবলার গ্রামের খোকন সরকারের ডিস লাইনের ব্যবসা নিয়ে বিরোধ চলছিল।

পুলিশ জানায়, গত সোমবার এ ডিস লাইনের ব্যবসাকেই কেন্দ্র করে খোকন সরকারকে রাজাবাড়ী গ্রামের কয়েকজন মারধর করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ভাবলা গ্রামে প্রায় পাঁচ শতাধিক লোকজন দোষীদের বিচার দাবিতে মিছিল করেন। মিছিলে করতে করতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেন তারা।

এদিকে রাজাবাড়ী গ্রামের লোকজন ময়মনসিংহ লিংক রোডের রাজাবাড়ী মোড়ে জমায়েত হয়। এসময় তারা এলেঙ্গা বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হতেই দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও ভাবলার গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম তালুকদার বলেন, অন্যায়ভাবে আমাদের গ্রামের এক ছেলেকে মারধর করার ঘটনায় আমরা প্রতিবাদ করেছি।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজাবাড়ী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মোল্লা জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপেক্ষা করে ক্ষুদ্র বিষয় নিয়ে এতোবড় ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। এর সুষ্ঠু সমাধান প্রয়োজন।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও এলেঙ্গার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে সামওয়ান গেইট পর্যন্ত সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন মীর মোশারফ হোসেন।

Bootstrap Image Preview