Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় হাত-পা বেঁধে সাব-রেজিস্ট্রারকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM

bdmorning Image Preview


কুষ্টিয়ায় নূর মোহাম্মদ শাহ (৫৫) নামে এক সাব-রেজিস্ট্রারকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ অক্টোবর) সদর উপজেলায় নিহতের নিজ বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, নিহত নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বি সি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, চাকরির সুবাদে হানিফ আলীর বাড়িতে একাই বাস করতেন নূর মোহাম্মদ। সোমবার রাত ১১টার দিকে সিঁড়িতে মানুষের দৌঁড়ানোর শব্দ শুনে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা বাইরে বেরিয়ে আসেন। এ সময় কয়েকজনকে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখলে তাদের সন্দেহ হয়। পরে সাব-রেজিস্ট্রারের ঘরে গিয়ে তারা হাত-পা বাঁধা অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সেসময় সাথে সাথে বাড়ির মালিক পুলিশকে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নূর মোহাম্মদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।

এছাড়া বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা হচ্ছে। আশা করি, খুব শিগগিরই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যার কারণ এখনও জানতে পারেননি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview