Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে কোটার দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের সড়ক অবরোধ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview


মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ র‌্যালি ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকাল ১০টায় লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৬ দফা দাবি তুলে ধরা হয়।

এ সময় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা রায়পুর ও রামগতি সড়কের ঝুমুর সিনেমা হল এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নেয়। একে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়। যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়ে।

সড়কে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন, সাবেক জেলা অর্থ বিষয়ক কমান্ডার নুরুজ্জামান মাষ্টার, সাবেক সদর উপজেলা কমান্ডার মাহবুবুল আলম, সাবেক কমলনগর উপজেলা কমান্ডার শফিক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য মফিজুল ইসলাম মানুম প্রমুখ।

বক্তারা ৬ দফা দাবির কথা উল্লেখ করে বলেন, সরকারকে বিতর্কিত করতেই রাজাকারের সন্তান একত্রিত হয়ে কোটা সংস্কারের আন্দোলন করছে। এদের দাবি অযোক্তিক। তাই মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রতিবেদন বাতিল করতে হবে। একই সাথে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা পূর্ণাঙ্গ বাস্তায়নের লক্ষ্যে বিসিএসসহ সব চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি থেকে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানান বক্তারা।

কর্মসূচির শেষ পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

Bootstrap Image Preview