Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খানসামায় আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ শুরু হতে যাওয়ায় আনন্দের জোয়ার

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


দিনাজপুর জেলার খানসামা উপজেলাসহ আশ-পাশের এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও বহুল আকাঙ্খিত রানীরবন্দর -পাকেরহাট-চৌরঙ্গী বীরগন্জ-খানসামা-দারোয়ানী রাস্তা প্রশস্তকণন ও মানোন্নয়নের কাজ শুরু হতে যাওয়ায় পুরো উপজেলায় আনন্দের জোয়ার।

আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হলে খানসামা উপজেলার সাথে বিভিন্ন জেলা- উপজেলার যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সর্বক্ষেত্রে উন্নয়নের দ্বার খুলে যাবে। এ আশায় উপজেলার লাখো মানুষের চোখে-মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক আর আনন্দ-উচ্ছ্বাস।

তাইজদ্দিন নামে এক মুরব্বির সাথে কথা হলে তিনি আনন্দে বলেন, "হামরা অনেক খুশি আসতা বড় হইলে বাস চলিবে কষ্ট কমিবে আর কি নাগে "

সাকিউল নামে এক যুবক বলেন, রাস্তার প্রশস্ত কাজ শুরুর খবরে আমরা অনেক আনন্দিত এবং মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফল পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মহোদয়ের প্রতি আমরা উপজেলাবাসী চিরকৃতজ্ঞ ও ঋণী। তিনি আরো বলেন, ঋণীর বোঝা কমাতে এবং উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে অবশ্যই জনগণ নৌকায় ভোট দিবে।

Bootstrap Image Preview