Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তজুমদ্দিন ছাত্র কল্যাণের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


ঢাকাস্থ তজুমদ্দিন ছাত্র ছাত্রী কল্যাণ সংসদের উদ্যোগে তজুমদ্দিন উপজেলার প্রতিটি স্কুল ও কলেজের গরিব মেধাবি শিক্ষার্থীদের মাঝে 'নূরুন্নবী চৌধুরী শাওন শিক্ষা বৃত্তি ২০১৮' প্রদান করা হবে। 

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের ন্যায় গরিব ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা অব্যাহত রাখতে এ বছরও শিক্ষা বৃত্তি প্রদানের জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা চলমান রয়েছে।

ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আতিকুর রহমান শাকিল জানায়, ছাত্র কল্যাণ সংসদ একটি সু-সংগঠিত সংগঠন। তজুমদ্দিন উপজেলার যে সকল শিক্ষার্থী ঢাকাতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে সকল প্রকার সহযোগীতা করতে সর্বদা প্রস্তুত আমাদের এ সংগঠন। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য দেওয়া ও সাময়িক থাকা খাওয়ার ব্যবস্থাসহ সকল প্রকার সহযোগীতা করা হয়।

এছাড়াও প্রতি বছর তজুমদ্দিনের মেধাবি শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান করা হয়।

সাধারণ সম্পাদক মমিন উদ্দিন জানায়, মাননীয় এমপি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে তজুমদ্দিনের গরিব ও মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এমপি মহোদয় আমাদেরকে সময় নির্ধারণ করে দিলে আনুষ্ঠানিক ভাবে আমরা শিক্ষা বৃত্তি প্রদানের সকল আয়োজন করবো।

Bootstrap Image Preview