Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় শতাধিক পাখি ছেড়ে দিল প্রশাসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বয়ে আনছে রাতের কুয়াশা আর ভোরের শিশির। মাঠে মাঠে কাদা জলে চলছে ধানকাটা। সেসব ক্ষেতে মাছ খেতে আগমন ঘটছে বিভিন্ন অতিথি পাখির। অথচ সেই পাখি অবৈধ পন্থায় শিকার করছেন।এক শ্রেণির স্বার্থন্বেশী মহল।

সাঘাটা পুলিশ সেই সব পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সাঘাটা উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযার চালিয়ে পুলিশ রবিবার (৭ অক্টোবর) শিকারীদের শিকার করা শতাধিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।

উপজেলার বিভিন্ন খালে-বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি ও অতিথি পাখি। সন্ধ্যা নামলেই বনের গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এলাকা। এ সুযোগে সৌখিন ও পেশাদার পাখি শিকারীরা বন্দুক, বিষটপ ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করেছে।

পাখি শিকার আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও শিকারীরা তা মানছেন না। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে তারা পাখি শিকার করে যাচ্ছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, হাসিলাকান্দি বিল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করার সময় পুলিশ অভিযান চালিয়ে শতাধিক পাখি আটক করে। পরে থানায় নিয়ে সেসব পাখি অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি এলাকায় পাখি নিধন প্রতিরোধে পুলিশের অভিযান চলছে।

পরবর্তীতে পাখি শিকার অব্যাহত থাকলে শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview