Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে অভিযুক্ত ১৪ জনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ রবিাবর (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চরআবদুল্লাহর হুজুরের খাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা জেলেরা হলেন, ভোলার তজুমুদ্দিনের ইলিয়াস হোসেন, সিরাজ উদ্দিন, নোমান হোসেন, নাজিম উদ্দিন, আইয়ুব আলী, নুরে আলম প্রিন্স মিজান, মিরাজ হোসেন, রিয়াজ উদ্দিন, শাহীন আলম ও লালমোহনের লোকমান হোসেন, ইউসুফ হোসেন, মনির কুন্ড ও নোয়াখালী ইছমাইল হোসেনসহ ১৪জন।

জানা যায়, ঘটনার দিন মৎস্য বিভাগের উদ্যোগে যৌথভাবে একটি অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এসময় ২ হাজার মিটার কারেণ্ট জাল ও দুইটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রফিকুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক জেলেকে এক মাস করে বিনাশ্রম করাদণ্ড দেন।

জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্যা বলেন, প্রতিদিন নদী মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে। এ আইন আমান্য করলে ১ থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয়দণ্ডের বিধান রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে মেঘনায় ১০০ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টেবর পর্যন্ত ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা মৎস্য বিভাগ। এই ২২ দিন রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকা পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ রয়েছে।

Bootstrap Image Preview