Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ১৯ গুণী শিক্ষককে সংবর্ধনা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview


শিক্ষক দিবস উপলক্ষে হবিগঞ্জে ১৯ গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ।

আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

সংসদের উপ-পরিচালক রমীম আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক। প্রধান আলোচক ছিলেন, স্মৃতি সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ উদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষকদের বেতন বৃদ্ধি, বিনামূল্যে পুস্তক বিতরণসহ সকল জেলায় অসংখ্য স্কুল কলেজকে সরকারিকরণ করেছে। এ সরকারের আমলে দরিদ্র ঘরের সন্তানেরাও উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।  

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

পরে প্রধান অতিথি সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্টে তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview