Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালী কৃষি অফিসের ২৮ পদের ১৯ পদই শূন্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষি বিভাগে কর্মকর্তা-কর্মচারীর ২৮টি পদের মধ্যে ১৯টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলার কৃষকরা মাঠ পর্যায়ে পাচ্ছে না কাঙ্খিত সেবা। এতে ব্যাহত হচ্ছে সরকারের অগ্রাধিকারভিত্তিক কৃষি সেবা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কৃষি বিভাগে কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২ জন), অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (১৫ জন), উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (২ জন), অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী ও মেকানিকসহ ২৮টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৯টি পদই শূন্য রয়েছে।

এ কৃষি বিভাগে কর্মরত আছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পাঁচজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহায়ক ও মেকানিক। মাত্র ৯টি পদে কর্মরত লোকবল দিয়েই চলছে এ দ্বীপ উপজেলার কৃষকদের সেবা।

উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সেনের হাওলা গ্রামের কৃষক আলম হাওলাদার বলেন, 'আমন ধানের মৌসুম চলছে। বিভিন্ন পরামর্শ দরকার। কিন্তু কৃষি অফিসে পর্যাপ্ত লোক না থাকায় কৃষকরা কাঙ্খিত সেবা পাচ্ছে না।’

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ জুয়েল বলেন, উপজেলায় কৃষিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাঁচ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তাদেরই ১০টি পদ শূন্য রয়েছে। পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এই উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।  

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমেন মজুমদার বলেন, উপজেলায় কৃষি কর্মকর্তাসহ বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। তবে শূন্য পদগুলো পূরণ হলে কৃষকরা শতভাগ সেবা পাবে বলে মনে করি।

Bootstrap Image Preview