Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান নাইক্ষ্যছড়ি থানার নবাগত ওসি

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


বান্দরবানে নাইক্ষ্যছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা নবাগত ওসি মুহাম্মদ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পরিদর্শক (তদন্ত) ওসি জায়েদ নুরসহ থানার সকল এসআই, এসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সুনামের সাথে বান্দরবানের লামা থানা ও বান্দরবান গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বরত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার নবাগত ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা।’ এর পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং অত্র উপজেলাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview