Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না মুক্তিযোদ্ধা নজিম উদ্দীন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে হৃদরোগে আক্রান্তে হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা নজিম উদ্দীন খাঁজা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন...)। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হবার পরও মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তার মৃত্যুতে এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তার মৃত্য হয়। নজিম উদ্দীন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের তাজুর পাড়া গ্রামের বাসিন্দা।

তার পরিবারের লোকজন দাবি করে জানান, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হবার পরও প্রসাশনের অবহেলার কারণে মুক্তিযোদ্ধার তালিকায় নাম আসেনি তার। এ ঘটনায় দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছিলেন তিনি। আর মাঝে মধ্যেই বলতেন হায়রে জগৎ যারা যুদ্ধ করলো না তারাই হলো মুক্তিযোদ্ধা, আর আমি দেশ স্বাধীন করেও কিছুই পেলাম না!

সোমবার বিকালে নজিম উদ্দীনের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Bootstrap Image Preview