Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুগশাইর গ্রামে সরকারি ভূমি ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগর উপজেলা ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামে ড্রেজার দিয়ে সরকারি ভূমি ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কোনো বাধা মানছে না দখলকারীরা। অন্যদিকে দখলকারীদের হুমকির কারণে গ্রামবাসী অসহায় পরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রামবাসীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত একমাস ধরে মৃতঃ আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান (৫৫), মুগশাইর গ্রামে (খতিয়ান ভূক্ত ৪৩৯, মৌজা ১০৭) সরকারি ভূমি ড্রেজার দিয়ে ভরাট করে সেখানে বাড়ি নির্মাণ করেছে। এ নিয়ে এলাকাবাসী মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করলে তিনি ধামঘর ইউপি’র সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

দখলকৃতরা মুগশাইর গ্রামের দক্ষিণ-উত্তর পাড়ার খালের পশ্চিম পাশে এই সরকারি ভূমি দখল করায় গ্রামের মানুষ বিপদের মুখে পরেছে। অন্যদিকে তাদের আবাদী জমিগুলো পানি বন্দি হয়ে পরায় তারা ফসল উৎপাদন করতে পারছে না।

এ সম্পর্কে হাবিবুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘যদি সরকারি ভূমিতে মাটি পরে থাকে তাহলে আমরা তা সরিয়ে নিব।’

ধামঘর ইউনিয়ন সহকারী (ভূমি) মোঃ নজরুল ইসলাম জানায়, ‘মুগশাইর দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া পর্যন্ত একটি সরকারি রাস্তা রয়েছে। এই প্রশস্ত রাস্তাটির পাশেই রয়েছে সরকারি ভূমিটি। যে যেভাবে পারছে দখল করে আছে। তবে এই ভূমি দখলমুক্ত করার লক্ষে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম জানায়, জনস্বার্থে আগামী ৭ কর্মদিবসের মধ্যে যারা সরকারি ভূমিতে অবৈধ মাটি ভরাট করেছে তাদের তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview