Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৭ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক যাত্রীদের সচেতনতায় লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও পুলিশের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এসময় যানবাহন চালক ও যাত্রীদের সচেতন করতে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে।

পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সর্ম্পকে বিভিন্ন দিক নিদের্শনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন, ডিআই ওয়ান মো. ইকবাল হোসেন, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ।

Bootstrap Image Preview