Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার থাকছে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বছর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি সংস্থাটির ভেতর যৌন কেলেঙ্কারি আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় এ সিন্ধন্ত নেয়া হয়েছে।

গত মে মাসে তারা জানায়, বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না খবর দ্য গার্ডিয়ান'

১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার চালু হয় ৬৯ বছরে এই প্রথমবারের মতো বছর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হবে না তবে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, এর পরিবর্তে আগামী বছর ২০১৮ ২০১৯ সালের জন্য দুজন সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে

বছর সাহিত্যে নোবেল পুরস্কার না দেয়ার মূলে রয়েছেন সুইডিশ অ্যাকাডেমির ফটোগ্রাফার জ্য-ক্লড আর্নল্ট তিনি সুইডিশ অ্যাকাডেমির সদস্য লেখিকা ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী আর্নল্টের বিরুদ্ধে অন্তত ১৮ জন নারী ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এরমধ্যে কিছু ঘটনা সুইডিশ অ্যাকাডেমির মালিকানাধীন স্থাপনা সম্পত্তির ভেতর ঘটেছে

Bootstrap Image Preview