Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরের গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতির উপরে হামলা

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি দিল মোহাম্মদের (৫০) উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার অদূরে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তবে কারা কী কারণে তার ওপর হামলা করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

হাসপাতালের চিকিৎসক মো. রবিউল করিম জানান, সাংবাদিক দিল মোহাম্মদের বাম চোখের পাশে কেটে গেছে ও শরীর জুড়ে আঘাতের ক্ষত রয়েছে।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে দিল মোহাম্মদ মোটর সাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন। থানা থেকে প্রায় ৫০০গজ দূরে প্রকৌশলী আব্দুল মান্নানের বাড়ির কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তার মোটর সাইকেলের গতিরোধ করে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই দেশিয় অস্ত্র দিয়ে এলো পাতারিভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ সময় সাংবাদিক দিল মোহাম্মদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ঘটনাটি জানার পর দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকের ওপর হামলা ঘটনায় প্রতিবাদ সভা করেছে, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকেরা।

শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় এ ঘটনার নিন্দা প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সহ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুরুজ আলী প্রমুখ।

Bootstrap Image Preview